রাঙামাটিতে প্রশাসন ও সেনা অভিযানের মধ্য দিয়ে চলছে কঠোর লকডাউন

রাঙামাটিতে প্রশাসন ও সেনা অভিযানের মধ্য দিয়ে চলছে কঠোর লকডাউন
MostPlay

ভোর রাত থেকে মুশলধারে কখনও গুরিগুরি বৃষ্টি হলেও থেমে নেই প্রশাসন। সরকারী নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে লকডাউনের প্রথম দিন পার করলেন রাঙামাটির জেলা ও উপজেলা প্রশাসনগুলো।দিনের শুরু থেকেই  লকডাউন মনিটরিং কমিটি সুসজ্জিত হয়ে রাঙামাটি শহরের বনরুপা,কলেজগেইট,রিজার্ভবাজার ও তবলছড়িসহ বিভীন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট  অভিযান চালান। বিধি-নিষেধ বাস্তবায়নে রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ,বিজিবি ও সেনাবাহিনী কঠোরভাবে মাঠে অবস্থান করছেন।

রাঙামাটি জেলার অন্তর্গত বরকল,লংগদু,বাঘাইছড়ি, বিলাইছড়ি, নানিয়ারচর,রাজেস্থলী,কাপ্তাই, জুরাইছড়ি এবং কাউখালী উপজেলাগুলোতেও যথাযতভাবে লকডাউন পালিত হচ্ছে। স্ব স্ব উপজেলার ইউএনও, থানা কর্মকর্তা,বিজিবি ও সেনাবাহিনী সার্বক্ষণিক মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password