নওগাঁ আত্রাইয়ে করোনায় আক্রান্ত গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

নওগাঁ আত্রাইয়ে করোনায় আক্রান্ত গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

নওগাঁর আত্রাইয়ে করোনায় আক্রান্ত এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিহারীপুর (হামিদপট্টি) গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ওই গ্রামের গোপালের বাসায় উপজেলার ডুবাই গ্রামের মনোরঞ্জনের ছেলে পলাশ তার পরিবারসহ ভাড়া থাকেন। গত ১০ দিন আগে পলাশের মা ও তার স্ত্রী রাখি (২৪) করোনায় আক্রান্ত হন।

তারা করোনায় আক্রান্ত হবার পর প্রশাসনিক ভাবে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় বিকেল ৩ টার দিকে পলাশের স্ত্রী গৃহবধূ রাখি নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password