নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে ৩ জনকে দা দিয়ে কুপিয়ে জখম

নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে ৩ জনকে দা দিয়ে কুপিয়ে জখম

নওগাঁ জেলার মান্দা উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দা দিয়ে কুপিয়ে চাচা-চাচী ও চাচাতো বোনকে গুরুতর জখম করেছে  ভাতিজা ফয়সাল ইসতিয়াক তুষার। 

শনিবার ২২মে বিকেল ৫টার দিকে নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার সোনারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনার আহতরা হলেন, ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন তোতা (৪৫), তার স্ত্রী গুলনাহার বেগম (৩৬) ও মেয়ে নাবিলা হোসেন (১৭)। অাহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, বসতভিটার জমিজমা নিয়ে দেলোয়ার হোসেন তোতার সঙ্গে ভাই বজলুর রশিদ খাজার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে একাধিক মামলা চলমান রয়েছে। শনিবার ২২মে বাড়ির উঠানে নলকূপ স্থাপনকে কেন্দ্র করে হামলার শিকার হন তোতাসহ পরিবারের সদস্যরা।

জখম তোতার ছেলে নাদিম মাহমুদ তন্ময় জানান, শনিবার দুপুরের দিকে বাড়ির উঠানে নলকূপ বসানোর কাজ চলছিল। বিকেলের দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসে। এ অবস্থায় বড় চাচা বজলুর রশিদ খাজার ছেলে তুষার একটি দা নিয়ে অতর্কিতভাবে বাবা তোতার ওপর হামলা চালিয়ে কোপাতে থাকে। 
বাবাকে বাঁচাতে মা গুলনাহার ও বোন নাবিলা হোসেন এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password