প্রেমের টানে ভোলা থেকে নরসিংদীতে মেয়ে, অতঃপর প্রতিবন্ধী প্রেমিককে বিয়ে

প্রেমের টানে ভোলা থেকে নরসিংদীতে মেয়ে, অতঃপর প্রতিবন্ধী প্রেমিককে বিয়ে প্রতীকী ছবি

প্রেম মানে না কোনো বাধা। সত্যিকারের প্রেম পৌঁছে যায় আপন লক্ষ্যে। তারই প্রমাণ দিয়েছেন এক প্রেমিক যুগল। মোবাইল ফোনে প্রেম। এরপর বাড়ি থেকে পালিয়ে শারীরিক প্রতিবন্ধী প্রেমিক বিয়ে করেছেন এক প্রেমিকা। ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরায়।

প্রায় পাঁচ মাস আগে মোবাইলে ‘রং’ নাম্বারে কল সূত্রে পরিচয় নরসিংদীর রায়পুরার প্রতিবন্ধী আমজাদ হোসেনের (২৮) সাথে ভোলার মেয়ে সালমা আক্তারের। শেষ পর্যন্ত সালমা প্রিয় মানুষকে কাছে পেতে বাড়ি ছেড়ে পালিয়ে বিয়ে করেছেন প্রতিবন্ধী প্রেমিককে।

যদিও প্রেমিকা সালমা আগে জানতেন না প্রেমিক আমজাদ শারীরিক প্রতিবন্ধী। কোমরের নিচ থেকে জন্মগতভাবে দুই পা অবস, বিকল তার। চলতে হয় হুইল চেয়ার বা ক্যাচের ওপর ভর করে। তবে তাকে ছবিতে প্রতিবন্ধী বুঝা যায় না।

সম্প্রতি প্রেমিকা সালমা ভোলা থেকে প্রেমের টানে রায়পুরায় প্রেমিকের বাড়িতে বিয়ের প্রস্তুতি নিয়ে ছুটে আসেন। প্রেমিক আমজাদ প্রথমে নিজের শারীরিক অসুস্থতার কথা বলে প্রেমিকাকে বাড়ি ফিরে যেতে বলেন। কিন্তু প্রেমিকা শেষ পর্যন্ত তাকেই বিয়ে করেন।

জানা গেছে, ছোট বেলায় বাবাকে হারিয়েছেন সালমা। মায়ের দ্বিতীয় বিয়ের পর তার সাথেই বেড়ে উঠা। আমজাদেরও বাবা নেই। ছোট ভাই হাকিমের সাথে থাকেন তিনি।

আমজাদ বলেন, ‘আমাকে অনেক ভালোবাসে সালমা। আমিও তাকে খুবই ভালোবাসি। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চাইতাম, হে আল্লাহ, আপনি আমার জন্য একটা ভালো মেয়ে মিলাইয়া দেন। আল্লাহ আমার ডাক শুনেছে।’

সকলের দোয়া চেয়ে আমজাদ বলেন, ব্যবসা করতে চাই। ব্যবসার জন্য পুঁজি নেই। সংসার হয়েছে। তাই কী কাজ করবো- চিন্তা করছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password