ফেনীতে নেশার টাকা না পেলে মারধর, একমাত্র ছেলেকে ধরিয়ে দিলেন বাবা

ফেনীতে নেশার টাকা না পেলে মারধর, একমাত্র ছেলেকে ধরিয়ে দিলেন বাবা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে ফেনীর দাগনভূঞায় এক ছেলেকে চট্টগ্রাম সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠিয়েছেন বাবা।মাদকাসক্ত ছেলেটির নাম ওমর বিন সালাউদ্দিন। তিনি দাগনভূঞা উপজেলার আমান উল্লাহপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়ার একমাত্র ছেলে ও ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্র।

স্থানীয়রা জানায়, এলাকায় বখাটেদের সঙ্গে চলাফেরা করে মাদকাসক্ত হয়ে পড়েন ওমর। এতে বিভিন্ন সময় অসংলগ্ন আচরণ ও বাবা-মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তেন। নেশার টাকা না পেলে বাবা-মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন।

এতে বিভিন্নভাবে চেষ্টা করেও ছেলেকে সুপথে ফেরাতে পারেননি বাবা। পরে নিরুপায় হয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরাবর একটি লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে দাগনভূঞার আরিফ প্লাজার সামনে থেকে ওমরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। ওই রাতেই মা-বাবার সহায়তায় তাকে চট্টগ্রাম নাছিরাবাদ সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক অমর কুমার সেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আইন অনুযায়ী ওমর বিন সালাউদ্দিনকে সংশোধন ও চিকিৎসার জন্য চট্টগ্রাম সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password