দর্শনা ঈশ্বরচন্দ্রপুর হত্যা কান্ডের প্রধান আসামী আটক

দর্শনা ঈশ্বরচন্দ্রপুর হত্যা কান্ডের প্রধান আসামী আটক

 চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহিদুল হত্যা কান্ডের প্রধান আসামী সুজনকে আটক করেছে দর্শনা থানা পুলিশ। মঙ্গলবার বেলা ৩ টার সময় চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম দর্শনা থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ,  ২ আগস্ট দিবাগত রাত ৩.৪৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের দিক নির্দেশনায় , আমিসহ দামুড়হুদা সার্কেল এসপি এর সহযোগিতায় দর্শনা থানার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে ঘটনার পর থেকে অভিযান অব্যাহত থাকে। 

 এরিধারাবাহিকতায় ২ আগস্ট দিবাগত রাত ৩.৪৫ মিনিটের সময় ঝিনািইদহ জেলার মহেশপুর থানাধীন মানিকদিহি গ্রাম থেকে এক আত্মীয়র বাড়ি থেকে অত্র মামলার প্রধান আসামী সুজনকে আমরা আটক করতে সক্ষম হয় । উল্লেখ্য  চুয়াডাঙ্গার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের হাতে শহিদুল নামের এক বৃদ্ধ নিহত হয় । 


৩১ জুলাই শনিবার বেলা ১২ ঘটিকার সময় ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে এঘটনা ঘটে । জানাগেছে, গ্রামের আমজাদের ছেলে সুজন (১৮) ও শহিদুলের ছেলে ইলফাজ (১৬) মোড়ে পাপড় খাচ্ছিল । এসময় সুজনের পিতাকে নিয়ে গলা ছিলা বলে বাঙ্ক করলে ইলফাজ’র সাথে সুজনের কথা কাটাকাটি হয় । 

পরে ইলফাজের বাবা শহিদুল (৫৪) প্রতিবাদ করলে সুজন বাসা থেকে ছুরি এনে বাবা শহিদুল ও ছেলে ইলফাজকে ছুরিকাঘাত করে । এতে শহিদুল ও ইলফাজ মারাত্মক ভাবে রক্তাত্ব জখম হয় । আহত শহিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শহিদুলকে মৃত্যু ঘোষনা করে ।

মন্তব্যসমূহ (০)


Lost Password