কুমিল্লায় কিশোর গ্যাং এর যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী

কুমিল্লায় কিশোর গ্যাং এর যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে এখন কিশোর গ্যাং এর দৌরাত্ম, তবে সবচেয়ে বেশি কুসিক ২১ এবং ২০ নং ওয়ার্ডে সম্প্রতি কুসিক ২১নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, এই দুই এলাকা কুমিল্লা ইপিজেড কেন্দ্রিক হওয়ায় স্থানীয় এবং বহিরাগত বখাটে ছেলেদের আনাগোনা একটু বেশি, কিন্তু ইদানিং তা অন্য রূপ নিয়েছে এখন হয়ে ওঠেছে কিশোর গ্যাং এবং এসব গ্যাং এর সদস্যরা মাদক সেবন, বিক্রি, চাঁদাবাজি,ছিনতাই,মহিলা গার্মেন্টস শ্রমিকদের ইভটিজিং সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে আর কেউ বাধা দিতে গেলে তাকে হতে হচ্ছে হত্যা অথবা মারধর এর শিকার, ২১নং ওয়ার্ড আশ্রাফপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানা সামনে আগত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন কে কেন্দ্র করে বিভিন্ন কাউন্সিলর পদপ্রার্থী গন নিজেদের ক্ষমতা জানান দেওয়ার জন্য মদদ দিচ্ছেন এসব কিশোর গ্যাং এর আর এদের কাছে স্থানীয়রা নিরুপায়,২০নং ওয়ার্ডের উনাইশার গ্রামের এক ব্যাক্তি জানান এখানে একটি পুলিশ ফাঁড়ি থাকলেও কিশোর গ্যাং এর কাছে তাদের ভূমিকা না থাকার মত কারন এই ফাঁড়ির বিভিন্ন পুলিশ সদস্যরা এসব গ্যাং এর সদস্যদের সাথে সখ্যতা গড়ে তুলেছে আর তাই কিছুতেই দমন করা যাচ্ছে না কিশোর গ্যাং,সম্প্রতি কুসিক দক্ষিণ চর্থা এলাকায় খুন হন ইপিজেড কর্মী আবুল বাসার সুমন এটাও কিশোর গ্যাং এরই কান্ড, স্থানীয়রা জানান অতিদ্রুত এর ব্যাবস্থা না নিলে পরবর্তীতে এটা আরো ভয়য়ংকর রূপধারন করবে এবং এলাকাবাসীরা বলেন আমরা এই ব্যাপারে কুমিল্লার এসপি মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন এর একটা ব্যাবস্থা নেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password