নাজিফাকে মায়ের হাতে তুলে দিলেন ইউএনও

নাজিফাকে মায়ের হাতে তুলে দিলেন  ইউএনও
MostPlay

 ময়মনসিংহের ভালুকায় অবুঝ শিশু নাজিফা তাসকিয়াকে তার মায়ের হাতে তুলে দিয়েছেন ভালুকার ইউএনও সালমা খাতুন।

জানা যায়,  উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাও গ্রামের মালেক মুন্সির ছেলে নাজমুল হাসানের সাথে বিয়ে হয় একই ইউনিয়নের বড় কাশর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শিউলি আক্তারের। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মাঝে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলতে থাকে। এরই মাঝে তাদের ঘরে  ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়। নাম নাজিফা তাসকিয়া বয়স ২বছর ৬মাস। ঘটনার দিন গত ২৪ জুন স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়, এক পর্যায়ে নাজমুল হাসান তার মেয়ে নাজিফা তাসকিয়াকে রেখে স্ত্রী শিউলি আক্তারকে বাড়ি থেকে বের করে দেয়।

এদিকে শিউলি আক্তার সন্তানের জন্য ব্যকুল হয়ে উঠে। শিউলি আক্তার এক পর্যায়ে তার সন্তান উদ্ধারের জন্য কোর্টে মামলা দায়ের করেন। ১৪ জুলাই বুধবার ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন নাজমুল হাসান ও তার পিতাকে বুঝিয়ে নাজিফা তাসকিয়াকে তার মা শিউলি আক্তারের হাতে তুলে দেন। এ সময় এক হৃদয় বিধারক দৃশ্যের সৃষ্টি হয়। এসময় নাজিফা তাসকিয়ার মা, দাদা, দাদী, নানা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password