এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম বিশ্বনাথের 'শ্রী মুখ'

এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম বিশ্বনাথের 'শ্রী মুখ'

বালাদেশ তথা এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট্র গ্রাম খ্যাত সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘শ্রী মুখ’ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।

মঙ্গলবার ৩ আগষ্ট উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের ছোট এই গ্রামটি পরিদর্শন করেন ইউএনও সুমন চন্দ্র দাশ।

ছোট এই গ্রামটিতে মাত্র একটি পরিবার বসবাস করেন যাদের পরিবারের সদস্য সংখ্যা সর্বমোট চার জন।

এসময় তিনি তাদের সুখ দুঃখের গল্প শুনেন, এবং তাদের দাবি নিরাপদ পানি ও যোগাযোগ ব্যবস্হার জন্য উন্নয়ন করা।

গ্রামবাসী ইউএনও’র আবেদনের প্রেক্ষিতে ইউএনও সুমন চন্দ্র দাশ তাদেরকে আগামী দু তিন দিনের মধ্যে সরকারিভাবে গভীর নলকূপ বসানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বস্হ প্রদান করেন, পাশাপাশি বর্ষাকাল শেষে আসন্ন হেমন্তকালে রাস্তা নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বলে দেন তিনি। 

এসময় উপস্হিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনন্জয় বৈদ্য অপু, এমপি মোকাব্বির খান’র এপিএস অসিত রন্জন দাশ, ও স্হানীয় জনপ্রতিনিধি।

উল্লেখ্য: ‘শ্রী মুখ’ বাংলাদেশ তথা এশিয়ার সবচাইতে ছোট্ট গ্রাম স্বীকৃতি হিসাবে ও স্বীকৃত।

মন্তব্যসমূহ (০)


Lost Password