স্বামী-স্ত্রীর পরিচয়ে অসামাজিক কার্যকালাপের দায়ে গ্রেপ্তার

স্বামী-স্ত্রীর পরিচয়ে অসামাজিক কার্যকালাপের দায়ে গ্রেপ্তার

দীর্ঘ দিন যাবত সাভারে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে অসামাজিক কার্যকালাপের দায়ে নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় এক নারী সহযোগিকেও আটক করা হয়।

শনিবার (৪ আগষ্ট) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকার রেজাউল করিমের বাড়ির তিন তলা থেকে তাদের আটক করে । স্বামী পরিচয় দানকারী আটক ইউনুস আলী কিশোরগঞ্জ জেলায় মৎস্য অধিদপ্তরে কর্মরত কর্মচারী বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ বলছে, আটক ওই সরকারী কর্মচারী ইউনুস আলী নিজের স্ত্রী সন্তান রেখে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকার রেজাউল করিমের একটি বহুতল ভবনের তিন তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এক নারীর সাথে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকালাপে লিপ্ত ছিলেন।

রাতে স্থানীয় লোকজনের বিষয়টি সন্দেহ হলে ওই বাড়িটি ঘেরাও করে ৯৯৯ নাইনে সাভার মডেল পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সরকারী কর্মচারী ও তার প্রেমিকাকে আটক করে। এঘটনায় আটক দুই জনের নামে রোববার (৫ আগষ্ট) সাভার মডেল থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। তাদেরকে আটকের বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন,আটক দুই জনকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password