নওগাঁয় বিধি নিষেধের পাশাপাশি জেলার সব পশুর হাট বন্ধ

নওগাঁয় বিধি নিষেধের পাশাপাশি জেলার সব পশুর হাট বন্ধ

নওগাঁয় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২২১ জন শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত আরও দুই জনের মৃত্যু হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় চলমান বিধিনিষেধের পাশাপাশি জেলায় পশুর হাট বন্ধর নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসন এ নির্দেশ দিয়েছে।

এ নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার সংক্রমণ রোধে গত ৩ জুন থেকে ৯ জুন পর্যন্ত নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় লকডাউনের পাশাপাশি সব উপজেলার হাটবাজারে আংশিক লকডাউন ঘোষণা হয়েছিল। এতে সংক্রমণের হার কিছুটা কমে যাওয়ায় গত ১০ থেকে ১৬ জুন পর্যন্ত জেলায় ১৫ দফা বিধিনিষেধ আরোপ করা হয়। পরে মেয়াদ ২৩ জুন পর্যন্ত বাড়ানো হয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বুধবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় চলমান বিধিনিষেধ ৩০ জুন পর্যন্ত করার সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিধিনিষেধের পাশাপাশি জেলার সব পশুর হাট বন্ধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলার সব পশুর হাট বন্ধ থাকবে। তবে খামার থেকে এবং অনলাইনে পশু বেচা-কেনা করা যাবে। সীমান্তবর্তী উপজেলা থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। রোগীর অ্যাম্বুলেন্স, জরুরি পণ্য পরিবহন, সেবা-পরিসেবা ও জরুরি সরকারি গাড়ির ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৭৮৮ জনের নমুনা পরীক্ষায় ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৫৭ জন।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭০ জনে। ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, সংক্রমণ বাড়লেও অনেকে এখনও স্বাস্থ্যবিধি মানছেন না। এতে হুহু করে মৃতের সংখ্যা বাড়ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password