সাংবাদিক রোজিনা ইসলামের নি:স্বার্থ মুক্তি চাই, প্রতিবাদ হোক স্বাস্থ্য মন্ত্রণালয়ের চোরদের বিরুদ্ধে

সাংবাদিক রোজিনা ইসলামের নি:স্বার্থ মুক্তি চাই, প্রতিবাদ হোক স্বাস্থ্য মন্ত্রণালয়ের চোরদের বিরুদ্ধে

এ সময়ের একজন অন্যতম অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম। এই অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার অধিক আটকে রেখে, মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা, চোর যে ভয়ংকর অবস্থা তৈরি করেছেন, তা দেখে বিস্মিত দেশ-বিদেশের সভ্য সমাজ।

বিগত দিনে আলোচিত এই স্বাস্থ্য খাত নিয়ে রোজিনা ইসলামের সাম্প্রতিক কিছু প্রতিবেদন দেখলেই বোঝা যায় তাঁর প্রতি স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের ক্ষোভটা কোথায় এবং কতোটা।

স্বাস্থ্য খাতের নানা অনিয়ম সহ নিয়োগে অনিয়ম নিয়ে রোজিনা ইসলাম সিরিজ রিপোর্ট করেছেন দীর্ঘ সময় ধরে। অনুসন্ধানী সাংবাদিক তাঁর অনুসন্ধানী রিপোর্টে কাদের মুখোশ উন্মোচিত হয়েছিল, এগুলো বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা নয়। আর এসব রিপোর্ট করতে নিশ্চয় কোনো সচিব কিংবা উপসচিব রোজিনা ইসলামের হাতে তথ্য দিয়ে বলেননি যে, এই নিন, এটা নিয়ে সংবাদ প্রকাশ করুন। অথচ তথ্য বের করে আনার এ বিষয়কে এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ চক্রটি চুরি বলে আখ্যায়িত করছে, সঙ্গে সায় দিচ্ছে রাষ্ট্রযন্ত্র।

খুব সহজ করেই একজন খ্যাতনামা, সৎ, অনুসন্ধানী, সাহসি সাংবাদিককে চোর বানানোর চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password