কালিয়াকৈরে গৃহবধূকে হত্যার পর নিজের গলায় বঁটি ধরে বসে ছিল স্বামী

কালিয়াকৈরে গৃহবধূকে হত্যার পর নিজের গলায় বঁটি ধরে বসে ছিল স্বামী
MostPlay

শামসুনাহার শিলা ওরফে মামনি (২৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অনেক নাটকীয়তার পর স্বামী রুবেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টায় গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিণহাটি এলাকার জমসের আলীর বাসায় ঘটনাটি ঘটেছে। নিহত শামসুনাহার শিলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ফুলাহার মধুপুর ইউনিয়নের কাটাবাড়ি এলাকার শামসুল হকের মেয়ে।

অভিযুক্ত রুবেল হোসেন (৩০) একই এলাকার আশরাফ আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, জমসের আলীর বাড়িতে শিলাকে নিয়ে ভাড়া থাকতেন স্বামী রুবেল। শিলা ও রুবেল স্থানীয় কারখানায় চাকরি করেন। বুধবার সকালে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে শিলা ঘরের ভেতর থেকে চিৎকার করেন। লোকজন চিৎকার শুনে গিয়ে দেখে রুবেল ধারালো বঁটি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে মেঝেতে ফেলে রেখেছে।

পরে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে ওই বঁটি তার নিজের গলার কাছে রেখে বসে আছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খোলার চেষ্টা করেও খুলতে পারেনি। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানে তাকে বুঝিয়ে দরজা খোলা হয়।

পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, স্ত্রীকে হত্যা করে স্বামী ঘরের ভেতর দরজা বন্ধ করে বসে থাকে। তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে স্বামী রুবেলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password