নাঃগঞ্জে বেতন বোনাসের দাবিতে রি-রোলিং শ্রমিকদের মানববন্ধন ও মিছিল

নাঃগঞ্জে বেতন বোনাসের দাবিতে  রি-রোলিং শ্রমিকদের মানববন্ধন ও মিছিল
MostPlay

ঈদের আগে শ্রমিকের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের পাগলা বাজারে  রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ৮ এপ্রিল বিকাল ৪ টায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, পাগলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, আইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, শ্যামপুর শাখার সাংগঠনিক সম্পাদক রেজাউলসহ প্রমূখ।  

নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর রি-রোলিং ও স্টিল মিলগুলোতে বেতন বোনাস নিয়ে ঈদের প্রক্কালে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। মূলত মালিকদের বেতন বোনাস নিয়ে টালবাহানার কারণে এ পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে পাগলা-শ্যামপুর এলাকায় সিয়াম স্টিল রি-রোলিং মিলস, আল-হাদিদ রি-রোলিং মিলস, আজমাইন স্টিল রি-রোলিং মিলস, ক্যাপ্টেন রি-রোলিং মিলস বোনাস না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে।

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দিলেও তারা এখনও কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। লকডাউনে কারখানা চললেও অনেক মালিক করোনার অজুহাতে বোনাস না দেয়ার পাঁয়তারা করছে। ফলে শ্রমিকরা বোনাস নিয়ে চরম অনিশ্চিত অবস্থায় পড়েছে। নিম্ন আয়ের এ শ্রমিকদের ঈদের ভরসা হলো বোনাস, যা দিয়ে সে তাদের ছেলে মেয়েদের জন্য সামান্য কাপড় ও ঈদের খাবার কিনে দেয়।  

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ তার বক্তবে বলে, সারা করোনাকালে শ্রমিকরা তাদের জীবনের রিস্ক নিয়ে কাজ করেছে । সরকারের নির্দেশ মোতাবেক তাদের বাড়ি যেতে দেওয়া হয়নি। তারা তাদের কর্মস্থলে থেকেই নিরলস ভাবে কাজ করে গেছেন। আজ যখন তারা তাদের নৈজ্য পাওনা চাচ্ছে , তাদের সাথে কেন এমন টালবাহানা করা হচ্ছে । তারা তো ভিক্ষা চাচ্ছেনা। তারা কর্মের মুজুরী চাচ্ছে। আমি জেলা প্রসাশনের কাছে আকুল আবেদন করবো সরকার যে নির্দেশ দিয়েছে দেশের সকল শ্রমিকদের ১০ তারিখের মধ্যে ভেতন -ভাতা পরিশোদ করতে তা যেন আজকের এই আন্দোলনরত রি-রোলিং শ্রমিকদের ক্ষেত্রেও কার্যকর হয়। 

রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব বলেন, প্রতিবার ঈদ আসলেই তাদের টালবাহানা বাড়ে। শ্রমিকরা তাদের নৈয্য মূল্য চাচ্ছে তারা মালিকদের কাছে ভিক্ষা চাচ্ছেনা। এটা কেমন সমাজ ব্যবস্থা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে তার মূল্য নিতে হবে মিছিল মিটিং করে?? আমি মালিকদের উদ্দেশে বলবো আগামী ১০ তারিখের মধ্যে শ্রমিকদের ভেতন-ভাতা পরিশোধ না করলে আমরা দেশ ব্যাপী মানব বন্ধনের ডাক দিব। 

মন্তব্যসমূহ (০)


Lost Password