হুমায়রা ফেরদৌস শশীর পিএইচডি ডিগ্রি অর্জন

হুমায়রা ফেরদৌস শশীর পিএইচডি ডিগ্রি অর্জন
MostPlay

কালিগঞ্জের গর্ব ও মেধাবী শিক্ষার্থী হুমায়রা ফেরদৌস শশী নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে ৫মে বৃহস্পতিবার ২০২২ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার বিষয়বস্তু ছিল গণিত (ডেটা ব্যবহার করে স্টোকাস্টিক মডেলের পরিমার্জন - বিজ্ঞান - অশোধিত তেলের ডেটা বিশ্লেষণ এবং সংক্ষিপ্ত পরিপক্কতা এশিয়ান বিকল্পগুলিতে অ্যাপ্লিকেশন সহ চালিত পদ্ধতি)।

তিনি ঢাকা ম্যাপেল লিফ স্কুল থেকে এ লেভেল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে পূর্ণ বৃত্তি নিয়ে ২০১৬ সালে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি এডমিশন নিয়েছিলেন। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের এক সুপরিচিত সম্ভ্রান্ত প্রেসিডেন্ট বাড়িতে জন্মগ্রহণ করেন। দাদা মেজবাহ উদ্দিন চিনু মিয়া, বাবা বেনুজীর আহমেদ ও নাসিমা সুলতানার জৈষ্ঠ সন্তান। সে তার পরিবার এবং আত্বীয় স্বজন সকলের নিকট দোয়া চেয়েছেন। হুমায়রা ফেরদৌস শশী বর্তমানে এ্যামরিকাতে অবস্থান করছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password