৫ম গণবিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক শূন্য আসন দেখবেন যেভাবে

৫ম গণবিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক শূন্য আসন দেখবেন যেভাবে
MostPlay

আগামী ১৭ ই এপ্রিল,২০২৪ বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীরা কাঙ্ক্ষিত চাকুরির জন্যে পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। তাই নিবন্ধনধারী চাকরি প্রার্থীরা অপেক্ষার প্রহর গুনছে! কিন্তু অবশেষে এনটিআরসিএ টেলিটকের মাধ্যমে জেলাভিত্তিক শূন্য পদগুলো দেখিয়ে দিয়েছেন।

প্রায় ৯৫ হাজার শূন্য পদ রয়েছে। এবারে এনটিআরসিএ গণবিজ্ঞপ্তিতে যেসব শর্ত উল্লেখ করেছে, তাতে স্পষ্ট প্রতিয়মান হয় যে, এটি ১৬ ও ১৭ তম নিবন্ধনধারীদের জন্যে জয়সূচক বার্তা বহন করছে। ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে আবেদন শুরুর সময় সহকারী শিক্ষক ও প্রভাষকগণ নিজ নিজ সাবজেক্ট বা অনুষদ লিখে সার্চ করে দেখতে পারবেন।

ইতিমধ্যে অনেকটা অগোছানোভাবেই প্রকাশিত হয়েছে শূন্য পদের তথ্য। শূন্য পদগুলো দেখতে হলে আপনারা প্রথমে নিম্নোক্ত ওয়েবসাইটে ঢুকবেন: http://ngi.teletalk.com.bd তারপর বিভাগ ,জেলা এবং সনদের সাথে সংশ্লিষ্ট বিষয় লিখে সার্চ করবেন। এতেই পেয়ে যাবেন শূন্যপদগুলো। তথ্যগুলো লিখে রাখবেন। তারপর পছন্দক্রম তৈরি করে ১৭ এপ্রিল থেকে আবেদন করুন। শুভ কামনা রইলো শিক্ষকদের প্রতি।

মন্তব্যসমূহ (০)


Lost Password