সৌদি ও কুয়েতগামী কর্মীদের টিকা নিবন্ধন করতে হবে যেভাবে।

সৌদি ও কুয়েতগামী কর্মীদের টিকা নিবন্ধন করতে হবে যেভাবে।
MostPlay

সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকার জন্য নিবন্ধন শুরু করার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়।

এই দুইদেশে যাওয়ার জন্য কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে দুই ধাপে নিবন্ধন করতে হবে। প্রথমত 'আমি প্রবাসী' অ্যাপস এর মাধ্যমে এবং দ্বিতীয়ত, 'সুরক্ষা' অ্যাপস মাধ্যমে।

'আমি প্রবাসী' অ্যাপস এর মাধ্যমে ঘরে বসে রেজিস্ট্রেশন করে প্রবাসীদের বিএমইটি নম্বর নিশ্চিত করতে হবে, যা ভ্যাকসিন নিবন্ধনের জন্য বাধ্যতামূলক। বিএমইইটি রেজিস্ট্রেশন নিশ্চিতের পর 'সুরক্ষা' অ্যাপস অথবা (www.surokkha.gov.bd) এই ওয়েবসাইটে লগিন করে ভ্যাকসিন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর ওয়েবসাইটে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে অ্যাপস বা ওয়েবসাইটে ভ্যাকসিন গ্রহনের সময়সূচী ও কার্যক্রম সম্পন্ন করতে হবে। 

উল্লেখ্য যে, আগামী ০৫-০৭-২০২১ইং তারিখ থেকে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password