সেপ্টেম্বরে নয় অক্টোবরে হচ্ছে ৭কলেজের অনার্স ১ম ও ৩য় বর্ষের পরীক্ষা

সেপ্টেম্বরে নয় অক্টোবরে হচ্ছে ৭কলেজের অনার্স ১ম ও ৩য় বর্ষের পরীক্ষা
MostPlay

আজ ২৯ আগস্ট রোজ রবিবার সকাল ৯টা থেকে শুরু সরকারি সাত কলেজের ১৫-১৬ সেশনের ফলাফল বিপর্যয় , ১৬-১৭ রেজাল্ট বৈষম্য, ১৬-১৭ মাস্টার্সের ছাত্র-ছাত্রীদের সাথে বৈষম্য দূরীকরণের ৪ দফা দাবিতে আমারণ অনশনের ডাক দিলেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

তবে সাত কলেজের সমন্বয়ক (ঢাকা কলেজ অধ্যক্ষ) বলেন,শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। তবে এখন পর্যন্ত ছয় কলেজের শিক্ষার্থীদের ফল এবং কোনো প্রস্তাবনা পাইনি।’‘আন্দোলনকারী শিক্ষার্থীরা অকৃতকার্য শিক্ষার্থীদের যে সংখ্যাটি বলছে, সেটি নিশ্চিত করে জানতে পারিনি। শিক্ষার্থীদেরকে আমরা বলেছি, সংশ্লিষ্ট কলেজ এবং বিভাগে যোগাযোগ করতে। সেখান থেকে প্রস্তাবনা পাঠাতে, যেন আমরা সেটি বিশ্লেষণ করে একটি চূড়ান্ত প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠাতে পারি। ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

এদিকে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা সেপ্টেম্বরে ২ তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনার্স ১ম বর্ষ (১৯-২০) সেশনের চুড়ান্ত পরিক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২ অক্টোবর এবং ৩য় বর্ষ (১৭-১৮) সেশনের পরিক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৪ অক্টোবর ২০২১ তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। বিষয়টি ঢাবি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস একটি নোটিশের মাধ্যমে চূড়ান্ত করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password