আইসিইউ থেকে কেবিনে নায়ক ও সাংসদ ফারুক

আইসিইউ থেকে কেবিনে নায়ক ও সাংসদ ফারুক

নায়ক ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। ৩৭ দিন পর গত ২৭ এপ্রিল তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। ফারুকের স্ত্রী ফারহানা ফারুক পাঠান বুধবার রাতে সিঙ্গাপুর থেকে এমনটাই জানিয়েছেন। প্রায় এক মাস পর কথা বলতে পেরেছেন বলেও জানান ফারহানা ফারুক। তিনি মিয়া ভাই ফারুকের জন্য সকল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ৪ মার্চ থেকে চিকিৎসাধীন রয়েছেন ফারুক। গত ২১ মার্চ থেকে আইসিইউতে ছিলেন তিনি।

গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল ফারুককে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২১ মার্চ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। দেশটিতেই তার রক্তে সংক্রমণ ও টিবি ধরা পড়েছিল। এরমধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসেও।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত “জলছবি” চলচ্চিত্র দিয়ে ঢাকি সিনেমায় নাম লেখানো ফারুক পাঠান সিনেমায় দীর্ঘ সাফল্যের পথ পাড়ি দিয়ে ২০১৮ সাল থেকে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্যের  দায়িত্ব পালন করছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password