হেমায়েতপুর-ভাটারা মেট্রোরেল : দুই অংশে প্রকল্প পরিচালক নিয়োগ

হেমায়েতপুর-ভাটারা মেট্রোরেল : দুই অংশে প্রকল্প পরিচালক নিয়োগ

রাজধানীর হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রোরেল (ম্যাস র‍্যাপিড ট্রানজিট-এমআরটি লাইন-৫) নির্মাণ প্রকল্পের উত্তর ও দক্ষিণ অংশের জন্য প্রকল্প পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

 

সোমবার বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রধান প্রকৌশলী মো. আফতাব হোসেন খানকে দুই বছরের জন্য চুক্তিতে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (লাইন-৫) উত্তর অংশের রুটের প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিনি এই নিয়োগ পেয়েছেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

অপরদিকে দুই বছরের জন্য চুক্তিতে দক্ষিণ অংশের রুটের প্রকল্প পরিচালক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওহাব। তিনিও অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ নিয়োগ পেয়েছেন।

এমআরটি লাইন-৫ এর রুট হেমায়েতপুর, গাবতলী, টেকনিক্যাল, মিরপুর ১, মিরপুর ১০, মিরপুর ১৪, কচুক্ষেত, বনানী, গুলশান-২, নতুন বাজার, ভাটারা। মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৬ কিলোমিটার।

হেমায়েতপুর থেকে আমিন বাজার এবং নতুন বাজার হতে ভাটারা পর্যন্ত মোট ৬ কিলোমিটার ওপর দিয়ে যাবে।

নগর এলাকাতে আমিন বাজার থেকে নতুন বাজার পর্যন্ত মোট ১৩ দশমিক ৬ কিলোমিটার মেট্রোরেল মাটির নিচ দিয়ে যাবে। এ রুটের মোট ১৪টি স্টেশন হবে, যার ৯টি পাতাল, আর ৫টি হবে এলিভেটেড।

এমআরটি-৫ প্রকল্পের ৪১ হাজার ২৩৮ কোটি টাকার মধ্যে ২৯ হাজার ১১৭ কোটি টাকা দেবে জাপান। বাকিটা সরকার যোগান দেবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password