নওগাঁর ধামইরহাটে ভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু

নওগাঁর ধামইরহাটে ভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় বিদ্যুৎপৃষ্টে আবদুস ছাত্তার (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের কর্ণাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুস ছাত্তার একই এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবদুস ছাত্তার ব্যাটারিচালিত ভ্যানচালক। রোববার (২৯ আগস্ট) কালে চার্জারভ্যানে চার্জ দিতে গিয়ে দেখেন ভ্যানের ব্যাটারিতে চার্জ হচ্ছে না। এ সময় তিনি লাইনের সংযোগের কাজ করছিলেন। এমতাবস্থায় অসাবধানতা বসত তিনি হঠাৎই তারের সাথে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার পরিদর্শক (ওসি) আবদুল মমিন বলেন, ভ্যানে চার্জ দেয়ার লাইনের সংযোগের কাজ করছিলেন। অসাবধানতা বসত তিনি তারের সাথে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আবদুস ছাত্তার মারা যায়। লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password