গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
MostPlay

আসছে ঈদ। সবারই আনন্দ আছে, আছে মনে প্রফুল্লতা। সবারই থাকে শহর থেকে গ্রামে গিয়ে সেই আনন্দ আর প্রফুল্লতাকে আপন জনের সাথে ভাগাভাগি করে নেওয়ার আকাংখ্যা। কিন্তু সব পোশাক শ্রমিকরা হয়তো সেই সুযোগটা পাচ্ছে না। তারই জের ধরে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। 

রোববার বিকালে সদরের হোতাপাড়ায় পলমল গ্রুপের ‘সাফা সোয়েটার লিমিটেডের’ শ্রমিকরা ঢকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে। 

এই সময় মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় আধঘণ্টা পর কারখানা কর্তৃপক্ষ তিন দিন ছুটি বাড়ানোর ঘোষণা দিলে তারা সড়ক ছেড়ে দেন। যানবাহন চলাচল শুরু হয়। 

কারখানার শ্রমিক সোহেল রানা ও বুলবুল আহমেদ জানান, কারখানায় ঈদ উপলক্ষে রোববার সাত দিনের ছুটির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 

বুলবুল আহমেদ বলেন, “আমরাও তিন দিনের ছুটি বাড়ানো জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি। কিন্তু কোনো ফল পাইনি। অবশেষে বাধ্য হয়েই রোববার বিকাল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা বিক্ষোভ আন্দোলনে নামেন। পরে কর্তৃপক্ষ দাবি মেনে নেয়।” 

এই কারখানার মহাব্যবস্থাপক মো. নুরশেদ আলম বলেন, কারখানার অনেক কাজ রয়েছে। তাই ঈদে শ্রমিকদের সাত দিনের ছুটি দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও তিন দিনের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

জয়দেবপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন বলেন, কারখানা শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে কারখানা শ্রমিকদের দাবি মেনে নিলে সড়ক থেকে তারা চলে যায় এবং গাড়ি চলাচল শুরু হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password