রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা

রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা
MostPlay

বাংলাদেশ দুটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ২০২৩ ও ২৪ নাগাদ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। নির্দিষ্ট সময়ের মাঝেই বিদ্যুৎ কেন্দ্র দুটি বাংলাদেশের হাতে স্থানান্তর করে দেয়া হবে উজবেকিস্থানের রাজধানী তাসখন্দে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে শুক্রবার (১৬ জুলাই) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একথা বলেন। উভয় মন্ত্রী ‘সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া: রিজিওনাল কানেক্টিভিটি, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ বিষয়ক এক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য তাসখন্দে গিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য রাশিয়ার মন্ত্রীকে ধন্যবাদ জানান মোমেন। রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য রাশিয়ান মন্ত্রীকে অনুরোধ করলে লাভরভ বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার জন্য তারা মিয়ানমারকে উৎসাহিত করবে। অন্যদিকে এ বৈঠকে সাম্প্রতিক সময়ে মিয়ানমারে রাশিয়ার রপ্তানিকৃত সামরিক সরঞ্জামে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের বিষয়েও আলোকপাত করার কথা রয়েছে। মিয়ানমারে সাম্প্রতিক সময়ে রাশিয়া বেশ কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মিয়ানমার এবং রাশিয়ার সিদ্ধান্তকে সমর্থন জানালেও এ অঞ্চলে যাতে সামরিক ভারসাম্য বজায় থাকে সে ব্যপারেই আলোকপাত করতে বেশী আগ্রহী।

অবশ্য,রাশিয়া থেকে বড় আকারের সামরিক ক্রয় হয়ত আর সম্ভব হবেও না রাশিয়ান স্পুটনিক ভ্যাক্সিন নিয়ে কথা হলেও,দাম তুলনামুলক বেশী হওয়ায় সে দামে মার্কিন ভ্যাক্সিন সংগ্রহের প্রচেষ্টা চলমান রয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে,চীন,ভারত এবং রাশিয়ার ইতিবাচক মনোভাব বেশ আশাব্যঞ্জক বাংলাদেশের জন্য।

মন্তব্যসমূহ (০)


Lost Password