কোভিড-১৯ সহ জরুরী রোগী পরিবহনে সিএমপি'র উত্তর বিভাগে চালু হল ফ্রী রোগী পরিবহন সার্ভিস

কোভিড-১৯ সহ জরুরী রোগী পরিবহনে সিএমপি'র উত্তর বিভাগে চালু হল ফ্রী রোগী পরিবহন সার্ভিস
MostPlay

চলমান লকডাউনে গাড়ী/এ্যাম্বুলেন্স স্বল্পতার কারনে হাসপাতালে রোগী পরিবহনে অনেকে সমস্যায় পড়েছেন। এ সমস্যা সমাধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম এর নির্দেশে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ মোখলেছুর রহমান কোভিড-১৯ সহ জরুরী রোগী পরিবহনে সিএমপি'র উত্তর বিভাগ কর্তৃক ফ্রী রোগী পরিবহন সার্ভিস এর উদ্বোধন করেন।

উক্ত ফ্রী রোগী পরিবহন সার্ভিসে ০১টি এ্যাম্বুলেন্স ০১ টি মাইক্রোবাস ও ১৮ টি সিএনজি সম্পূর্ণ বিনামূলে রোগী পরিবহন সেবা দিতে প্রস্তুত রয়েছে। লকডাউন চলাকালীন সময়ে ২৪/৭ এই সেবা চালু থাকবে। জরুরী রোগী পরিবহনে গাড়ী/এ্যাম্বুলেন্স এর সংকট থাকলে সিএমপি'র উত্তর বিভাগের চারটি থানায় ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগ করলে এই ফ্রি পরিবহন সেবা মিলবে।

সিএমপি'র উত্তর বিভাগ এলাকা হতে চট্টগ্রাম মহানগরে যে কোন স্থানে বিনামূল্যে রোগী পরিবহনে এই সেবা পাওয়া যাবে।

পাচঁলাইশ থানাঃ 01320-052476

চান্দঁগাও থানাঃ 01320-052449

খুলশী থানাঃ 01320-052503

বায়েজিদ থানাঃ 01320-052530

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি পুলিশিং উত্তর বিভাগের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ (০)


Lost Password