নওগাঁর রাণীনগরে ছাগলে গাছ খাওয়ায় একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম

নওগাঁর রাণীনগরে ছাগলে গাছ খাওয়ায় একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম

নওগাঁ জেলার রাণীনগরে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে মারপিট করে একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ৩১ আগস্ট দুপুরে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন ওই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে ময়নুল মন্ডল (৫০), ময়নুলের স্ত্রী হাওয়া বিবি (৪৫), ছেলে হারুনুর রশিদ (২৮) এবং ময়নুলের ছোট ভাই আব্দুল খালেকের স্ত্রী মালা বিবি (৩৪)। আহত ময়নুল মন্ডলের ছেলে আব্দুল হান্নান মন্ডল অভিযোগ করে বলেন, এদিন দুপুরে তাদের একটি ছাগল প্রতিবেশী মৃত ছফতুল্লা মন্ডলের ছেলে রাব্বানীর গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে রাব্বানীর স্ত্রী-মা তারা নানা ধরনের গালি-গালাজ করে। এরই জের ধরে কিছু পরেই রাব্বানী ও তার ভগ্নিপতি জিয়াসহ বেশ কয়েকজন অতর্কিতভাবে আমাদের বাড়ির মধ্যে ঢুকে হামলা চালিয়ে মারপিট ও ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এতে বাবা, মা, ভাই, চাচিসহ চারজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তাদেরকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগের ব্যাপারে রাব্বানী বলেন, ময়নুল মন্ডলের ছাগল তাদের বাড়ির মধ্যে ঢুকে গাছ খাওয়ার কারণে আমার মা তাদেরকে বকাবকি করে। এ সময় ময়নুল মন্ডলের স্ত্রী-সন্তানরা আমার মা, স্ত্রী ও শাশুড়িকে মারপিট করেছে। আমি বাড়িতে আসার সাথে সাথে তারা আমাদের ওপর চড়াও হলে মারপিটের ঘটনা ঘটে। তবে তাদের বাড়ির মধ্যে প্রবেশ করিনি বা আসবাবপত্র ভাঙচুর করিনি বলে দাবি করেছেন তিনি।

রাণীনগর থানার মো: শাহিন আকন্দ ওসি বলেন, মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার-ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password