পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিলেন সাবেক অলরাউন্ডার রাজ্জাক

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিলেন সাবেক অলরাউন্ডার রাজ্জাক

পাকিস্তানি ক্রিকেট বোর্ডকে একেবারে ধুয়ে দিলেন পাকিস্তানি সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। তিনি স্পষ্ট জানিয়েছেন ২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় সম্পুর্ণ ফিট থাকার পরেও তাকে ইচ্ছা করে দলে রাখা হয়নি। টি-টুয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেয়ে পাকিস্তান ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক শোয়েব মালিকের কাছে দল থেকে তাঁর বাদ পড়ার কারণ সম্পর্কে জানতে চান রাজ্জাক। শোয়েব মালিক তাকে পাকিস্তান ক্রিকেট দলের মুখ্য নির্বাচক সালাহ উদ্দিন সালোর সঙ্গে দেখা করার পরামর্শ দেন। সেই সময় সালোই তাকে জানিয়েছিলেন, রাজ্জাককে যে দল থেকে বাদ দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটা একান্তভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের ছিল।

সম্প্রতি আব্দুল রাজ্জাক একটি সাক্ষাতকারে বলেন, দুর্ভাগ্যজনকভাবে ২০০৭ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় আমি একদমই ফিট ছিলাম না। সেই কারণে এই আসরে আমি অংশগ্রহণ করতে পারিনি। তবে বিশ্বকাপের পরেই আমি ফিট হয়ে উঠি। কিন্তু তারপরেও আমাকে টি-২০ বিশ্বকাপের দলে রাখা হয়নি’।

রাজ্জাক আরও বলেন 'আমার মনে হয়, তৎকালীন চেয়ারম্যান নাসিম আশরাফ আমাকে একেবারেই পছন্দ করতেন না। কেন আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, সেই কারণ আমি আজ পর্যন্ত জানি না। বস্তুতপক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান হওয়ার আগে দু'বছর তিনি দলের সঙ্গেই যুক্ত ছিলেন। ওনার সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। কেন আমাকে অপছন্দ করত, সেটা আজ অবধি আমি জানি না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিম আশরাফের সঙ্গে আমি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতাম। কিন্তু, আশরাফ কেন যে আমায় অপছন্দ করতেন, সেটা আমার মাথায় ঢুকত না’।

সবশেষে আব্দুল রাজ্জাক বলেন, ‘আপাতত আমি এইসব সত্য উদঘাটনের জন্য কোনও বই লেখার চিন্তাভাবনা করছি না। তবে যদি কখনও আমি বই লিখি, তাহলে সব সত্যি সামনে বেরিয়ে আসবে। আর সেটা কেউ সহ্য করতে পারবে না।'

আব্দুল রাজ্জাক পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪১৯ রান এবং ৩৮৯ উইকেট শিকার করেছেন। রাজ্জাক ৪৬টি টেস্ট, ২৬৫টি ওয়ানডে এবং ৩২টি টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password