টিকা নিয়ে আশাবাদী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ একে আব্দুল মোমেন

টিকা নিয়ে আশাবাদী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ একে আব্দুল মোমেন

বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডঃ একে আব্দুল মোমেন করোনার টিকা নিয়ে ব্যাপক আশাবাদী। তিনি বলেছেন তাকে জেনেভা মিশন জানিয়েছে যে, কোভ্যাক্স (COVAX) এর মাধ্যমে আরো তিন মিলিয়ন (ইতিমধ্যে ২.৫ মিলিয়ন পেয়েছি) মডার্না ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ, শিপমেন্ট রেডী আছে।

এছাড়াও জাপান থেকে ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন এস্ট্রাজেনকা ভ্যাকসিন কোভ্যাক্স (COVAX) এর মাধ্যমে বাংলাদেশকে দিচ্ছে। আর চায়নীজ পররাষ্ট্র মন্ত্রীর সাথে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর ১৫ তারিখে তাসকন্দে সাক্ষাৎ হবে এবং চায়নীজ সরকার আরো এক মিনিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসাবে দিবে বাংলাদেশকে। আর ইইউ থেকে আরও দশ লাখ এবং কোভ্যাক্স (COVAX) এর অধীনে আরো ছয় লাখ বিশ হাজার টিকা আগস্টে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন তিনি।

পরিশেষে তিনি বলেন, "মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আমরা যেন সবাই আবার সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে যেতে পারি"।

মন্তব্যসমূহ (০)


Lost Password