প্রথমে ধাক্কা পরে আলিঙ্গন!

প্রথমে ধাক্কা পরে আলিঙ্গন!

আইফা ২০২৩-এর জন্য সালমান খান এবং ভিকি কৌশল দুজনই রয়েছেন আবুধাবিতে। বৃহস্পতিবার একটি ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। যেখানে দেখা যায় ভিকি কৌশল সালমানের সাথে ধাক্কা খেয়েছিলেন এবং সাথে সাথেই ভাইজানের নিরাপত্তা কর্মীরা  ভিকিকে একপাশে ঠেলে দেয়। 

ভিডিওটি খুব তাড়াতাড়িই ভাইরাল হয়ে যায় এবং ভিকির অনুরাগীরা  সালমানের দেহরক্ষীদের উপর ক্ষুব্ধ হয়। কিন্তু সব আলোচনা,সমালোচনাকে দূর করে দিয়ে গত শুক্রবার রাতে, সালমানা খান আইফা রকসের সবুজ কার্পেটে ভিকিকে আলিঙ্গন করে সবাইকে অবাক করে দেয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password