৭৬ দিনেই কোটির মাইলফলক ছুঁয়েছে অমি’র “ফিমেল”

৭৬ দিনেই কোটির মাইলফলক ছুঁয়েছে অমি’র “ফিমেল”

এই বছরের ভালবাসা দিবসকে কেন্দ্র করে মোশন রক এন্টারটেইনমেন্ট চ্যানেলের জন্য পরিচালক কাজল আরেফিন অমি নির্মান করেছিলেন “ফিমেল” নাটকটি। নাটকটি প্রচারে আসার পর থেকেই দর্শকমহলে সাড়া ফেলতে শুরু করে। সেই ধারাবাহিকতায় নাটকটি মাত্র ৭৬ দিনেই কোটির মাইলফলক ছুঁয়েছে। নানারকম প্রশংসনীয় মন্তব্যে সয়লাব হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

নাটকের নাম ফিমেল হলেও নাটকে ফিমেল চরিত্রের রয়েছে খুব অভাব। পুরো নাটকে রয়েছে একটি মাত্র নারী চরিত্র কিন্ত নাটকে নেই তার কোন সংলাপ। শহরের একটি মহল্লায় এক মেয়ের জন্য পুরো মহল্লার ছেলেদের মধ্যে কাড়াকাড়ি, দ্বন্দ্ব, সংঘাত আর বিবেকবোধের গল্পে নির্মিত হয়েছে নাটকটি। আশি বা নব্বই দশকের আমরা যারা এলাকা ভিত্তিক বড় ভাই আর ছোট ভাইয়ের রাজনীতি দেখে বা করে এসেছে, তারা এই  নাটক দেখে স্মৃতিকাতর হয়ে যাবেন। কোন বারান্দায় সুন্দর মেয়ে দেখলেই তার নিচে ঘুরঘুর করার সেই দিনগুলি এখন আর দেখা যায় না। এ যেন অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। এই নাটকে মুলত ব্যাচেলর পয়েন্টের টিমটাই অভিনয় করেছেন। মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, মুসাফির বাচ্চু সবার অভিনয় দর্শক খুব উপভোগ করেছেন।

দর্শকদের এমন সাড়া ও ভালোবাসায় সিক্ত নাটকটির পরিচালক অমি। তিনি বলেন, “সত্যি বলতে আমি প্রতিযোগিতায় নামতে চাই না। কতদিনে কোটি ভিউ হলো সেটা ভাবছি না। আমি শুধু দর্শকদের ভালোবাসাটাকেই প্রাধান্য দিচ্ছি। এই কাজটার প্রতি দর্শকরা যে এতো ভালোবাসা দেখাচ্ছেন, এটাই আমার কাছে অনেক বড় কিছু”।

মন্তব্যসমূহ (০)


Lost Password