সামনে বড় বিপদের শঙ্কা !

সামনে বড় বিপদের শঙ্কা !

একদিকে করোনায় প্রতিদিন দেশে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। অন্যদিকে, অধিকাংশ স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ অবস্থার মাঝে বিধি না মানলে সামনে মহা বিপদের শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য মহাপরিচালক।
এক হিসেবে দেখা গেছে, হঠাৎ বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। যা গত ১৯ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৩ মার্চ করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল ১২ জন, ১২ মার্চ ১৩ জন, ১১ মার্চ ৬ জন, ১০ মার্চ ৭ জন, ৯ মার্চ ১৩ জন, ৮ মার্চ ১৪ জন, ৭ মার্চ ১১ জন, ৬ মার্চ ৬ জন, ৫ মার্চ ৭ জন, ৪ মার্চ ৭ জন, ৩ মার্চ ৫ জন, ২ মার্চ ৭ জন, ১ মার্চ ৮ জন। এর আগে ২৩ ফেব্রুয়ারি একদিনে ১৮ জন মারা গেলেও ২৪ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর সংখ্যা ওঠানামা করলে ১৮ জন ছাড়ায়নি।


এদিকে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এখন কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদের শঙ্কা দেখছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম। রোববার ঢাকার শ্যামলীর টিবি হাসপাতালে ওয়ান স্টপ টিবি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন ‘এখন যারা আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই তরুণ, আক্রান্তদের অনেককেই আইসিইউতে ভর্তি করা লাগছে। গত দুই মাসে আমার কাছে কখনোই আইসিইউ বেডের জন্য কোনো অনুরোধ আসে নাই। কিন্তু গত কয়েকদিন ধরে ফোন পাচ্ছি আইসিইউ বেড পাওয়া যাচ্ছে না, দেন। আগে আমরা দেখছিলাম যাদের কোমর্বিডিটি আছে তাদের আইসিইউ লাগত। এখন ইয়াং, ভালো, সুস্থ, তারাও আক্রান্ত হচ্ছেন।


সবাইকে সতর্ক করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন,  ‘গত দুই মাস আমরা স্বস্তিতে ছিলাম, তাই এখন আমরা কোনো কিছু মানছি না। সামনের দিকে আমরা আরও বড় বিপদে পড়তে যাচ্ছি যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি।’
দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকায় গত ১৯ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছিল, এক পর্যায়ে তা ৩ শতাংশেরও নিচে নেমে আসে। এর মধ্যে সারা দেশে করোনাভাইরাসের টিকাদানও শুরু হয়। কিন্তু মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকায় শনাক্তের হারও বাড়তে থাকে। ৯ মার্চ তা আবার ৫ শতাংশ ছাড়িয়ে যায়। শুক্র ও শনিবার দৈনিক শনাক্তের হার ছিল ৬ শতাংশের বেশি, রোববার তা বেড়ে ৭ দশমিক ১৫ শতাংশ হয়েছে।  


১৪ মার্চ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৫৪৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৫৯ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনে।
দেশে গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। ওই বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত রোগী। আর ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যু হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, এভাবে সংক্রমণ বাড়তে থাকলে বিপদের শঙ্কা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার তাগিদ দেন তিনি।
 

মন্তব্যসমূহ (০)


Lost Password