ছেলের হাতে বাবা খুন

ছেলের হাতে বাবা খুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রলি কেনার টাকা না দেওয়ায় ছেলের হাতে তার বাবা খুন হয়েছেন। নিহত বাবার নাম তরিকুল ইসলাম (৫৫)।

শনিবার বিকালে উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম একই এলাকার মৃত আহসান আলীর ছেলে।

এদিকে এ ঘটনার পর ছেলে সুজন (২৫) পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন তার বাবা তরিকুল ইসলামের কাছে ট্রলি (শ্যালোইঞ্জিনচালিত যান) কেনার জন্য টাকা চান। টাকা দিতে অপারগতা জানান বাবা তরিকুল ইসলাম। এ নিয়ে বিকালে সুজন তার বাবার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে।

একপর্যায়ে সুজন তার বাবার স্পর্শকাতর স্থান চেপে ধরলে তরিকুল অজ্ঞান হয়ে পড়েন। এর পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে ছেলে সুজন পলাতক রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password