গাড়ি চুরির অভিনব কায়দা, যুক্ত গাড়ির চালক নিজেই

গাড়ি চুরির অভিনব কায়দা, যুক্ত গাড়ির চালক নিজেই

কখনো চালককে চেতনানাশক ওষুধের মাধ্যমে অজ্ঞান করে কিংবা কখনো অর্থের প্রলোভন  দেখিয়ে চালককে শামিল করে চমকপ্রদ কায়দায় গাড়ি চুরি করে এক চক্র। এরপর সল্পো দামে গাড়ির যন্ত্রপাতি বিক্রি করে কিংবা গাড়ির রং পরিবর্তন করে বিক্রি করে, ভারা দেয় বা মাদক চোরাচালানে ব্যবহার করে। এমনি একটি চক্রের মূল হোতা আজিম ও সেলিম, ওমর ফারুক, কামরুল হাসান ও রফিক উল্লাহসহ মোট ৫ জনকে

২৭ আগস্ট শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব। শনিবার রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া উইং এর প্রধান খন্দকার আল মইন জানান,"এই চক্রটিতে ১৫-২০ জন কাজ করে। এই পর্যন্ত এরা শতাধিক গাড়ি চুরি করেছে। চক্রটির নেতৃত্ব দিত আজিম এবং চুরির জন্য চক্রটি চারটি দলে বিভক্ত হয়ে কাজ করত। চুরি করা গাড়ির বিভিন্ন সরঞ্জামাদি রাজধানীর ধোলাইখাল সহ বিভিন্ন জায়গায় বিক্রি করতো।"

মন্তব্যসমূহ (০)


Lost Password