ছয় হাজার মেট্রিক টন ইলিশ ধরার পরেও বাজারে নেই ইলিশ, ক্ষুব্ধ বরিশালবাসি

ছয় হাজার মেট্রিক টন ইলিশ ধরার পরেও বাজারে নেই ইলিশ, ক্ষুব্ধ বরিশালবাসি
MostPlay

ইলিশের মৌসুমের তিন মাস পার হলেও বাজার মিলছে না আশানুরূপ ইলিশ। জেলেরা জানান, এবার নদীতে মাছ না থাকায় তাদের সাগর থেকে ইলিশ ধরতে হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার তারা পরিমাণে কম ইলিশ পাচ্ছে। বৈশাখ থেকে ইলিশের মৌসুম শুরু হলেও এবার আশ্বিনেও ইলিশের তেমন দেখা পাচ্ছে না তারা।

এদিকে এবার ভারতে ৪,৬০০ মেট্রিকটন ইলিশ রপ্তানি হওয়ায় ইলিশের সংকট আরো বেরেছে। তাই বাজারে বেড়েছে এর দাম, ফলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। তবে এতে খুশিই হয়েছে ব্যবসায়িরা। তারা জানান, ভারতের বাজারে রপ্তানি করে তারা যে দাম পাচ্ছে সেই দামে তারা এ বাজারে মাছ বিক্রি করতে পারতেন না। 

এদিকে বরিশালে মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, এ পর্যন্ত তারা ছয় হাজার মেট্রিক টন মাছ আহরণ করতে পেরেছেন এবং বর্তমানে গৃহীত পদক্ষেপের পরেও আমরা আশা করছি যে, প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়বে এবং এই শীতসহ আমরা এ অর্থবছরে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করব।

মন্তব্যসমূহ (০)


Lost Password