মানুষের মিছিলই বলে দিচ্ছে যথেষ্ট হয়েছে

মানুষের মিছিলই বলে দিচ্ছে যথেষ্ট হয়েছে
পুলিশ বাহিনী সংস্কারে আনা বিল পাস করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের নির্যাতনে মৃত জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনাইজ ফ্লয়েড। বুধবার কংগ্রেসের জুডিশিয়ারি কমিটির আইনপ্রণেতাদের কাছে সাক্ষ্য দেয়ার সময় এ আহ্বান জানান তিনি। এদিকে বিক্ষোভের জেরে হোয়াইট হাউজের সুরক্ষায় নেয়া অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়েছে।

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সিয়াটলের সিটি হলে বিক্ষোভ করেন হাজারো মানুষ। এ সময় সিয়াটলের মেয়রের পদত্যাগ দাবি করেন তারা।বর্ণবিদ্বেষের প্রতিবাদে বোস্টন ও রিচমন্ডেও ব্যাপক বিক্ষোভ হয়। ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্যেও ভাঙচুর চালায় আন্দোলনকারীরা।

এদিকে ফ্লয়েডের শেষকৃত্যের একদিন পর কংগ্রেসের জুডিশিয়ারি কমিটির আইনপ্রণেতাদের কাছে সাক্ষ্য দেয়ার সময় জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনাইজ ফ্লয়েড পুলিশ বাহিনী সংস্কারে আনা বিল পাস করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফিলোনাইজ ফ্লয়েড বলেন, আমার ভাই জর্জ যেন মৃত কৃষ্ণাঙ্গদের তালিকার কেবল আরেকটি নাম না হয়। জর্জ সাহায্য চেয়েছিল, তাকে উপেক্ষা করা হয়েছে। এখন আমি ও আমাদের পরিবার যে আহ্বান জানাচ্ছে এবং সারা দুনিয়ায় যে আহ্বান প্রতিধ্বনিত হচ্ছে তা দয়া করে শুনুন। মানুষের মিছিলই বলে দিচ্ছে যথেষ্ট হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password