আত্মসাৎকৃত ৮৬৭০ কেজি এস.এস. কয়েল উদ্ধারসহ আটক ০৪ জন

আত্মসাৎকৃত ৮৬৭০ কেজি এস.এস. কয়েল উদ্ধারসহ আটক ০৪ জন

অত্র মামলার বাদী মোঃ আল মামুন মজুমদার(৩৩) লুপ ফ্রেইট লিঃ নামীয় ট্রান্সপোর্ট ব্যবসায়ী। তিনি মদিনা গ্রুপের ০৩টি এস.এস বড় কয়েল, যার ওজন ৮৬৭০ কেজি, মূল্য অনুমান ৩০,০০,০০০/-টাকা কদমতলীর ব্রোকার মোঃ মজিবুর রহমান @ রিয়াল(৩০) এর মাধ্যমে ঢাকা-মেট্রো-ট-১৩-৬৭০৫ ট্রাক ভাড়া করে উক্ত মালামাল ট্রাক ড্রাইভার মোরশেদ(৩১) গত ৩০/০৬/২০২১ ইং তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকায় সদরঘাট থানাধীন কদমতলী পোড়া মসজিদের পাশে রাস্তার উপর হতে লোড করে মদিনা গ্রুপ, শফিপুর, গাজীপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দেন।

উক্ত মালামাল ১২/০৭/২০২১ ইং তারিখ পর্যন্ত যথাস্থানে না পৌঁছে বিভিন্ন রকম তালবাহানা করে। পরবর্তীতে বাদী ১-২ নং বিবাদী’সহ অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে একই উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে মালামাল প্রতারনা পূর্বক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করতঃ আত্মসাৎ করেছে মর্মে সদরঘাট থানায় অভিযোগ করলে সদরঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে উক্ত বিষয় সংক্রান্তে জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার), উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) এর সার্বিক তত্ত্বাবধানে জনাব মোঃ আমিনুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) এর নির্দেশনায় ও জনাব মোঃ মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এর সহযোগীতায়, জনাব মোঃ সাখাওয়াৎ হোসেন, অফিসার ইনচার্জ সদরঘাট থানার নেতৃত্বে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/কাজী এনামুল হক, সংগীয় অফিসার ও ফোর্স সহ সদরঘাট, হালিশহর ও ডবলমুরিং থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ মজিবুর রহমান @ রিয়াল(৩০), মোঃ মাসুম(৩৪), মোঃ বাবলু মিয়া(৩০) ও মোঃ নুরুল হুদা(৪৬) কে আটক করেন।

পরবর্তীতে তাদের দেখানো মতে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী দোভাষ সড়ক চৌধুরী মার্কেটের নিচ তলা অর্থাৎ আমজাদ এন্ড ব্রাদার্সের গোডাউন হতে ০৩টি এস.এস বড় কয়েলকে কাটিয়া ৫৯ টি রোল, যার ওজন ৮৬৭০ কেজি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

সুত্রঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

মন্তব্যসমূহ (০)


Lost Password