স্কুল বন্ধ; অবাধে চলছে কোচিং বাণিজ্য

স্কুল বন্ধ; অবাধে চলছে কোচিং বাণিজ্য

সরকারি নির্দেশ উপেক্ষা করে ঝালকাঠির নলছিটিতে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক ও কোচিং সেন্টারের মালিকদের বিরুদ্ধে কোনো প্রকার সামাজিক দূরত্ব বজায় না রেখেই কোচিং বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিয়মনীতির কোনো তোয়াক্কা না থাকায় উপজেলায় করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকির আশঙ্কা রয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ কোচিং ও প্রাইভেট পড়ানো বন্ধ ঘোষণা করলেও এ নিষেধাজ্ঞা মানা হচ্ছে না। এ বিষয়ে উপজেলা প্রশাসন এখন পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের এমন উদাসীনতা উপজেলার সচেতন মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারে অভিনব পদ্ধতিতে চলছে কোচিং সেন্টার। প্রবেশ পথ বন্ধ করে পেছনের দরজা দিয়ে শিক্ষার্থীদের ভেতরে ঢোকানো হচ্ছে। শিক্ষার্থী ও শিক্ষকদের কারও মুখে নেই কোনো মাস্ক। একটি ছোট্ট কক্ষে প্রায় ২৫ থেকে ৩০ জন ছাত্র-ছাত্রী নিয়ে  ক্লাস করেন। বসার ক্ষেত্রে নেই কোনো শারীরিক দূরত্ব। এভাবে চলছে বেশ কয়েকটি কোচিং সেন্টার।

এ ব্যাপারে বি.জি ইউনিয়ন একাডেমির শিক্ষক মোঃ মমিনুল ইসলাম বলেন, অভিভাবকদের অনুরোধে কয়েকজন শিক্ষার্থীকে পড়ানো শুরু করেছিলাম; কিন্তু এখন তা বন্ধ করে দিবো।

মন্তব্যসমূহ (০)


Lost Password