র‍্যাব-১২ এর অভিযানে ধাতব মূর্তি (কথিত স্বর্ণমূর্তি) এবং ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার দুই।

র‍্যাব-১২ এর অভিযানে ধাতব মূর্তি (কথিত স্বর্ণমূর্তি) এবং ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার দুই।

একটি মূর্তি যা দেখতে স্বর্ণের তৈরি বলেই মনে হয়। স্বর্ণমূর্তি হিসেবে গোপনে কেনাবেচাও চলে সেগুলো। তাও আবার অতি উচ্চ মূল্যে(প্রতিটি প্রায় আশি লাখ)। কিন্তু আদতে সেগুলো স্বর্ণের তৈরি নয়। অন্য কোনো নিম্ন মানের ধাতু দিয়ে তৈরি এসব মূর্তি।

এসব বিক্রি করে ধোকা দেওয়া হয় ক্রেতাদের। প্রতারক চক্রের সন্ধান পায় র‍্যাব-১২ এর গোয়েন্দা টিম। শুরু হয় অপারেশনাল কার্যক্রম। অবশেষে  বগুড়ার সদর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১২ এর অপারেশন টিম। গ্রেফতার করা হয় প্রতারক চক্রের এক সদস্যকে। উদ্ধার করা হয় *০২ টি লক্ষ্মী মূর্তি, ০১ টি গনেশ মূর্তি, ০১ টি স্বরসতী মূর্তি এবং ০১ টি রাধাকৃষ্ণ মূর্তি (কথিত স্বর্ণ মূর্তি)।

অন্যদিকে, সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ এর অন্য একটি অপারেশন টিম। এ অভিযানে গ্রেফতার করা হয় ০১ মাদক কারবারীকে। এ অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় *০২ গ্রাম হেরোইন এবং ৩০ পিছ ইয়াবা।

মন্তব্যসমূহ (০)


Lost Password