চট্টগ্রামে পুলিশের কর্তব্যরত কাজে বাঁধা দান ও হামলা: গ্রেফতার ১৫

চট্টগ্রামে পুলিশের কর্তব্যরত কাজে বাঁধা দান ও হামলা: গ্রেফতার ১৫

বিরাজমান কোভিড-১৯ মহামারী উপলক্ষ্যে সরকারী নির্দেশনাবলী শুনানোরকালে পুলিশের কর্তব্যরত কাজে বাঁধা দান ও হামলার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১১/৭/২০২১ তরিখ রাত অনুমান ২০:৩০ ঘটিকার সময় ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন কবির টাওয়ারের সামনে জানালী হাট রেলষ্টেশন ৮নং পুলের গোড়া গলির মূখে পাকা রাস্তার উপর মোঃ রবিউল আলম (২৭) সহ অন্যান্য অজ্ঞাতনামা ব্যাক্তিরা বিরাজমান কোভিড-১৯ মহামারী উপলক্ষ্যে সরকারী নির্দেশনাবলী শুনানোরকালে পুলিশের কর্তব্যরত কত্যর্বকাজে বাঁধা দান ও অপরাধ মূলক বল প্রয়োগ করতঃ ইট পাটকেল নিক্ষেপ করে কর্তব্যরত পুলিশ সদস্যকে গুরুত্বর আঘাত করা সহ যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ভাংচুর করে। এতে ডিউটিরত এসআই/জাফর আহাম্মদ গুরুত্বর জখম প্রাপ্ত হয়।

উক্ত ঘটনায় গত ১২ তারিখ, সোমবার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ১৫ জনকে আটক করা হয়। এ সংক্রান্তে নগরীর চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password