বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পারটেক্সকে উড়িয়ে দিল ডিওএইচএস

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পারটেক্সকে উড়িয়ে দিল ডিওএইচএস

ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের দেখা না পাওয়া পারটেক্স ও ওল্ডডিওএইচএস আজ মাঠে নেমেছিল নিজেদের প্রথম জয়ের সন্ধানে। প্রথমেই দুদলের মাঝে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টির কারণে নির্ধারিত সময় প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয়েছিল খেলা। যে কারণে কমিয়ে দেয়া হয় দুই দলের ইনিংসের পাঁচটি করে ওভার। অর্থাৎ ইনিংসপ্রতি ১৫ ওভারে নেমে যায় ম্যাচের দৈর্ঘ্য।

১৫ ওভারের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে একটু বেশিই ধীর গতিতে ব্যাট করেছে পারটেক্স। পারটেক্সের ধীমান ঘোষ ছাড়া কেউ ১০০ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেনি। যার ফলে নির্ধারীত ১৫ ওভার শেষে স্কোর বোর্ডে ৪ উইকেটে ৭৭ রান জমা করে পারটেক্স। সবাই বলের থেকে কম রান করেছে। একমাত্র ধীমান ১২ বলে অপরাজিত ১৭ রানের ইনিংস খেলেছেন। এছাড়া পারটেক্সের অধিনায়ক তাসামুল ২৫ বলে ১৮, মুসা ২১ বলে ১৭ ও মিলন ২৩ বলে ১৭ রান করেন। ওল্ডডিওএইচএসের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এছাড়া রশীদ ও শান্ত ১টি করে উইকেট নেন।

৭৮ রানের জবাব দিতে নেমে কোন বিপদ হতে দেননি ওল্ডডিওএইচএসের দুই ওপেনার রাকিন আহমেদ ও আনিসুল ইসলাম ইমন। দুই ওপেনার মিলেই ২১ বল হাতে রেখে খেলা শেষ করে এসেছেন। শেষ পর্যন্ত ৬ চারের মারে ৩৬ বলে ৪৩ রান করেন রাকিন আর ইমন অপরাজিত থাকেন ২ চার ও ১ ছয়ের মারে ৩৩ বলে ঠিক ৩৩ রান করে। গত ম্যাচে শক্তিশালী আবহনীর বিপক্ষে জেতার সম্ভাবনা তৈরি করেও জিততে না পারা ডিওএইচএস পারটেক্সকে ১০ উইকেটে পরাজিত করেই লিগে পয়েন্টের খাতা খুললো। এক ম্যাচ জিতেই পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে উঠে আসলো ডিওএইচএস। অপরদিকে এখন পর্যন্ত জয়হীন পারটেক্সের অবস্থান পয়েন্ট টেবিলের একেবারে নিচে।

মন্তব্যসমূহ (০)


Lost Password