কটিয়াদিতে তিনশতাধিক অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

কটিয়াদিতে তিনশতাধিক অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
MostPlay

করোনা আর দারিদ্র্যতার কবলে পড়ে অনেক পরিবারের মাঝে নেই ঈদ আনন্দ। আর্থিক অস্বচ্ছলতার কারণে পরিবারের মাঝে নেই ঈদের আমেজ। এই অসহায়,ছিন্নমূলদের পাশে দাঁড়িয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে আচমিতা জর্জ ইনস্টিটিউশন ১০০ তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে তিন শতাধিক দুঃস্থ,অসহায় ও ছিন্নমূলদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ ই মে) সকালে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে অসহায়দের মাঝে এই বস্ত্র বিতরণ সম্পন্ন করা হয়। এসময় ঈদ আনন্দ ভাগাভাগি করতে তিনশোর অধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার।

অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, শতবর্ষী ব্যাচের শিক্ষার্থী নাহিদুল হাসান জয়,শফিকুল ইসলাম নবীণ,আশিকুল ইসলাম,মনিরুজ্জামান খোকন,মাজহারুল ইসলাম পনীর,কামরুল ইসলাম সনি,এনামুল হক রনি,মোঃ ইব্রাহীম, মোঃ আলমগীর,মোঃ কাওসার,রঞ্জন বিশ্বাস,আশিষ দত্ত,সালাহউদ্দিন,উজ্জ্বল আহমেদ প্রমুখ। 

উল্লেখ্য,২০১৪ সাল থেকে সমাজসেবামূলক বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত আচমিতা জর্জ ইনস্টিটিউশন শতবর্ষী ব্যাচটি। অতীতে অসহায়দের মাঝে ত্রানসামগ্রী বিতরণ, ইফতার বিতরণ কর্মসূচি সহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রমে সাহায্যের হাত বাড়িয়েছেন সংগঠনটির সদস্যরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password