আশরাফুল ইসলাম যশোর জেলা রিপোর্টার: প্রতিবন্ধি হয়ে জন্মগ্রহণের দীর্ঘ ২১ বছর পর একটি স্বপ্নের হুইলচেয়ার পেয়ে আনন্দিত হলেন শাহিন সরদার নামে বিশেষ এক প্রতিবন্ধি যুবক। শুক্রবার (১১মার্চ)দুপুরে কাঙ্ক্ষিত সেই স্বপ্ন পূরণ করে সমাজ সেবায় বড় ভূমিকা রাখলেন দেশ সেরা উদ্ভাবক খ্যাত মিজানুর রহমান।
প্রতিবন্ধি শাহিন সরদার মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ফেদাইপুর গ্রামের রিপন সরদারের ছেলে। প্রতিবন্ধি শহিন সরদারের পিতা রিপন সরদার বলেন, ২১ বছর ধরে আমার প্রতিবন্ধি সন্তানটি কষ্ট পাচ্ছিলো। স্থানীয় চেয়ারম্যান মেম্বারসহ সমাজের বিত্তশালী অনেকের কাছে একটি হুইলচেয়ার চেয়েও পাইনি।
আজ উদ্ভাবক মিজানুর ভাইয়ের মাধ্যমে হুইলচেয়ার পেয়ে আমরা অনেক আনন্দিত। দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। ভালবাসা ও সঠিক গাইডলাইন পেলে তারাও সমাজে ব্যাপক ভূমিকা রাখতে পারে। যার যার অবস্থান থেকে এই সমস্ত বিশেষ মানুষদের জন্য সহযোগিতার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক মুর্শিদ হাসান ইমন, সাংবাদিক জসিম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন