বনানীতে বাসের ধাক্কা, প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর

বনানীতে বাসের ধাক্কা, প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর

রাজধানীর বনানী সেতু ভবনের কাছে ট্রাফিক পুলিশ বক্সের পাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম ফয়সাল আহমেদ বয়স (২৮)।
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আবুল হোসেনের ছেলে।
বর্তমানে ১৫১ দক্ষিণ পিরেরবাগ মিরপুর থাকতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ কোর্স করছিলেন। এর আগে বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে ত্রিপোলি সাবজেক্টে পাশ করেছেন।
বনানী থানার এসআই আব্দুল কাইয়ুম সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ রাত পৌনে ৮টায় দিকে ঘটনাটি ঘটে।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ড্রাইভিং লাইসেন্স ও তার বন্ধুদের সঙ্গে মুঠোফোনে তার পরিচয় পাওয়া যায়।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password