৭২ ঘণ্টার মধ্যে অনিবন্ধিত হাসপাতাল ক্লিনিক বন্ধের নির্দেশ দিলো স্বাস্থ্য অধিদপ্তর

৭২ ঘণ্টার মধ্যে অনিবন্ধিত হাসপাতাল ক্লিনিক বন্ধের নির্দেশ দিলো স্বাস্থ্য অধিদপ্তর
MostPlay

দেশের সব অবৈধ প্রাইবেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বিল্লাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ডা. মো. বিল্লাল হোসেন জানান, এ সময়ের পর নিবন্ধনহীন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ে অনুষ্ঠিত এক সভা অবৈধ সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে আজ সংশ্লিস্ট জেলা পর্যায়ে কার্যকরি ব্যবস্হা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password