গৃহকর্মী নির্যাতন বন্ধের সরকারের নিকট দাবি জানিয়েছে বাংলাদেশ যুব শক্তি

গৃহকর্মী নির্যাতন বন্ধের সরকারের নিকট দাবি জানিয়েছে বাংলাদেশ যুব শক্তি
MostPlay

গৃহকর্মী নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের নিকট দাবি জানিয়েছে বাংলাদেশ যুব শক্তি। আজ ১০ অক্টোবর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান যুব শক্তির সভাপতি জিয়াউর রহমান। তিনি বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে গৃহকমীর্ নির্যাতন বেড়েই চলেছে। প্রতিদিন সংবাদ মাধ্যমে ও সোসাল মিডিয়ায় যে নির্যাতনের লোমহর্ষক চিত্র উঠে আসছে তা আইয়্যামে জাহেলিয়ার যুগকেও হার মানাচ্ছে।

অতীতে গৃহকমীর্ নির্যাতন করেও শাস্তি না পাওয়ার সংস্কৃতির কারণে নির্যাতনের হার বাড়ছে। জিয়াউর রহমান বলেন, “বিভিন্ন সেক্টরের শ্রমিকদের জন্য নানা রকম আইন নীতিমালা থাকলেও এই গৃহকমীর্দের পারিশ্রমিক ও নির্যাতন নিপিড়নের জন্য কোন সঠিক আইন ও নীতিমালা নেই।

আমরা যুব শক্তির পক্ষে এই গৃহকর্মীদের সঠিক পারিশ্রমিক নিশ্চিত করতে ও নির্যাতন নিপীড়ন রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি এই গৃহকমীর্দের দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তদারকি বাড়ানোর দাবি জানাচ্ছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password