চিনে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘নুরি’

চিনে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘নুরি’

একটি টাইফুন যে সমুদ্রে শক্তি বাড়াচ্ছে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সতর্কও করেছিল আগেভাগে। সেজন্য উপকূলীয় এলাকার মানুষজনকে সরিয়েও নিয়ে গিয়েছিল প্রশাসন। অবশেষে রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন নুরি। চিনের গুয়াংদং প্রদেশে আছড়ে পড়ে টাইফুনটি। স্থলভাগে আছড়ে পড়ার পর থেকেই শুরু হয়ে যায় তাণ্ডব।

প্রবল ঝোড়ো হাওয়া। সঙ্গে তুমুল বৃষ্টি নিয়ে কয়েক ঘণ্টা ধরে স্থলভাগে প্রবেশ করে নুরি। নুরির তাণ্ডবে বহু গাছ ভেঙে পড়েছে। অনেক বাড়িঘরের ক্ষতি হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা পরিস্কার নয়। এরমধ্যেই এত বৃষ্টিতে বন্যার সম্ভাবনা প্রবল বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চিনে এটাই চলতি বছরে আছড়ে পড়া প্রথম টাইফুন।

দক্ষিণ চিন সাগরে তৈরি হওয়া এই টাইফুনের তাণ্ডবের রেশ সোমবারও বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে যে জাহাজগুলি সমুদ্রে গিয়েছিল সেগুলিকে আগেই ফিরে আসতে বলেছিল আবহাওয়া দফতর। টাইফুন নিয়ে নীল সতর্কতা জারি রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা ।

মন্তব্যসমূহ (০)


Lost Password