পত্নীতলায় এমপি'র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সহ করোনার চিকিৎসা সামগ্রী প্রদান

পত্নীতলায় এমপি'র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সহ করোনার চিকিৎসা সামগ্রী প্রদান

নওগাঁর পত্নীতলায় ৪৭ নওগাঁ-২ এর সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ অক্সিজেন সিলিন্ডার সহ করোনার চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১লা জুলাই সকালে এই করোনা মহামারী কালে উপজেলার মানুষের সুষ্ঠ চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পত্নীতলা নওগাঁর সেবার মান বৃদ্ধিকল্পে এমপি’র শহিদুজ্জামান সরকারের ব্যক্তগত ও উপজেলা পরিষদের এডিবি প্রকল্পের অর্থায়নে ৩১টি অক্সিজেন সিলিন্ডার, ৩১টি ফ্লো-মিটার, পর্যাপ্ত মাস্ক, গ্লোভস, স্যানিটাইজার প্রদান করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ বলেন সময়ের শ্রেষ্ঠ উপহার আমরা আন্তরিকতার সাথে আমাদের সাধ্যের মধ্যে উপজেলাবাসীকে স্বাস্থ্য সেবাপ্রদান করতে বদ্ধপরিকর।

হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন স্বাস্থ্য অধিদপ্তরের সকল কার্যক্রম শেষ পর্যায়ে অনুমোদন পেলেই আমরা এটা শুরু করতে পারবো।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার বলেন এমপি মহোদযের ব্যক্তি গত ও এডিবির প্রকল্পের ব্যয়ে অক্সিজেন সহ এসব সামগী প্রদান করা হয়েছে।

তিনি সবাইকে করোনা মহামারী কালে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন ।

মন্তব্যসমূহ (০)


Lost Password