নওগাঁ মান্দায় আইওরপাড়া সেবাসংঘের উদ্যোগে ভাঙ্গা অস্থায়ী কালভাট নির্মান

নওগাঁ মান্দায় আইওরপাড়া সেবাসংঘের উদ্যোগে ভাঙ্গা অস্থায়ী কালভাট নির্মান

শনিবার ২২মে আইওরপাড়া স্কুলের পাশে মান্দা-নিয়ামতপুর থানার সীমান্তে একটি ভাঙ্গা কালভাট  মৃত্যুকূপে পরিনিত হয়েছিল এবং ছোটখাট দূর্ঘটনা ঘটা সত্বেও জীবনের ঝুঁকি নিয়ে ৩ স্কুলের প্রায় ১২০০ ছাত্র - ছাত্রী ও ৮/১০ গ্রামের সাধারণ মানুষ চলাচল করে হরহামেশা। 

প্রকাশ থাকে যে, এর পূর্বে প্রতিবছর সাধারন জনগনের ও আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় অস্থায়ী কালভাট নির্মান করা হলেও তা খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায় এবং পুনরায় একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। এর স্থায়ী সমাধান হচ্ছে একটি ছোট কালভাট যা বাস্তবায়নের লক্ষে স্কুল কর্তৃপক্ষ ও সাধারণত জনগন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেও কোন সুফল পাওয়া যায় নি। 

কিছুদিন পূর্বে আইওরপাড়া সেবাসংঘের কর্তৃপক্ষের নজর কাড়ে এই মর্মান্তিক বিষয়টি এবং নওগাঁ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান জনাব মো: মোস্তাফিজুর রহমান সুমন বিষয়টি অবহিত করলে সঙ্গে সঙ্গেই এর সংস্কারে কিছু অর্থ প্রদান করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এই কালভাট নির্মাণের প্রতিশ্রুতি দেন। 


স্থানীয়রা মনে করেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে, মান্দা ১নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সুমনের প্রতিশ্রুতি মানেই সেই  কাজের অর্ধেক বাস্তবায়ন। আমরা আশা ও বিশ্বাসের সাথে মনে করছি বড় ধরনের দূর্ঘটনা ও এই অস্থায়ী কালভাট নষ্টের পূর্বেই সুমন ভাইয়ের নেতৃত্ব এর স্থায়ী সমাধান হবে অচিরেই।

এ কাজে সার্বিক সহযোগিতায় ও সহায়তা করেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, আওরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুদ রানা, সহ: শিক্ষক মো: আলমগীর হোসেন সহ চকগোপাল ও আইওরপাড়া গ্রামের সাধারন জনগণ।

মন্তব্যসমূহ (০)


Lost Password