বাঙলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় ২ মামলা

বাঙলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় ২ মামলা

রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে দলবদ্ধভাবে লাঠিসোটা নিয়ে হত্যার উদ্দেশ্যে বাঙলা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১২০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এতে আরও ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। বুধবার হামলার ঘটনায় সরাসরি জড়িত। আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে দারুস সালাম জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ এ তথ্য জানিয়েছে। তিনি জানান, ওই ঘটনায় সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী রুবেল হোসেন বাদী হয়ে দারুস সালাম থানায় মামলা করেন। এই শিক্ষার্থীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিএনপির নেতাকর্মীরা।

এছাড়া সরকারি বাঙলা কলেজের গেট ভেঙে ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন ভবনের জানালার কাঁচ ভাঙচুর বিএনপির নেতাকর্মীরা। ফলে সরকারি সম্পদের ক্ষতিসাধন করার অভিযোগে দারুস সালাম থানায় কলেজের স্টাফ মহিদুর রহমান আরও একটি এফআইআর করেছে। এতে ১০৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত রাখা হয়েছে। ওই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password