চরফ্যাশনের বিনোদনে এক নতুন দিগন্ত বেতুয়া কায়াকিং পয়েন্ট

  • Bangla Today News
  • Bangla Today News
  • Bangla Today News
  • Bangla Today News
  • Bangla Today News
MostPlay

১৮ মে ২০২১ তারিখ রোজ মঙ্গলবার যাত্রা শুরু করল 'বেতুয়া কায়াকিং পয়েন্ট।' এটি বেতুয়ার লালচর দিঘি সংলগ্ন, চরফ্যাশন ও লালমোহন সীমান্তবর্তী এলাকার লর্ডহাডিঞ্জ ইউনিয়নে অবস্থিত। এটি ভোলা জেলায় দ্বিতীয় এবং চরফ্যাশন উপজেলায় প্রথম চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এবং লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান তুহিন, লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন জুলহাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে অতিথিরা কায়াকিং বোটে চড়ে লালচর দিঘি পরিদর্শন করেন এবং মনোরম সৌন্দর্য এবং প্রকৃতি উপভোগ করেন এবং তারা বলেন এরকম একটি মনমুগ্ধকর পরিবেশে এমন একটি উদ্যোগ নেয়ার জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানান এবং সকলকে আসার আমন্ত্রণ ব্যক্ত করেন। তারা আরো বলেন যে এরই মাধ্যমে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা পর্যটন শিল্পে আরো এক ধাপ এগিয়ে গেল। এটি প্রতিদিন সকাল ৮.০০ থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত খোলা থাকে। কায়াকিং পয়েন্ট এ প্রবেশ করতে হলে অবশ্যই বোটের টিকিট নিয়ে প্রবেশ করতে হবে।

প্রতি ৩০ মিনিট কায়াকিং এর জন্য দর্শনার্থীদের গুনতে হবে ৯০ টাকা করে। একটি কায়াকিং বোটে দুইজন করে এবং সর্বোচ্চ তিনজন ধারণক্ষমতা রয়েছে। এছাড়া কায়াকিং এর সময় যাত্রীকে অবশ্যই লাইফ জ্যাকেট সহ অন্যান্য সরঞ্জামাদি পরিধান করে কায়াকিং করতে হবে। প্রাথমিকভাবে পাঁচটি বোর্ড নিয়ে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে দর্শনার্থীদের কথা মাথায় রেখে আরো বোর্ড আনা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষবৃন্দ। তারা আরও জানিয়েছেন যে, কিছুদিনের মধ্যেই আরো একটি বিশ্রাম কেন্দ্র এবং রেস্টুডেন্ট চালু করতে যাচ্ছেন তারা।

এছাড়া আরও বিস্তারিত তথ্য পেতে ভিজিট করার জন্য অনুরোধ জানিয়েছেন বেতুয়া কায়াকিং পয়েন্টের অফিশিয়াল ফেইসবুক পেজটিতে। বেতুয়া কায়াকিং পয়েন্ট: https://www.facebook.com/Betua-Kayaking-Point-102761508627804/  কিভাবে আসবেন বেতুয়া কায়াকিং পয়েন্টেঃ প্রথমে চরফ্যাসন উপজেলায় আসতে হবে এরপর চরফ্যাশন থানা রোডে এসে যে কোন যানবাহনে বেতুয়া এসে সোজা উত্তর দিকে এক কিলোমিটার এলেই মিলবে বেতুয়া কায়াকিং পয়েন্ট। গুগল ম্যাপ লোকেশন:https://goo.gl/maps/sNKenjK4NUgJB65JA

মন্তব্যসমূহ (০)


Lost Password