নরসিংদীর চক্রধা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নরসিংদীর চক্রধা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নরিসংদী খবর : আপনার পুলিশ আপনার পাশে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, ‘তথ্য দিন সেবা নিন’ এ স্লোগানকে সামনে রেখে ওয়ারেন্ট তামিল ও বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের ৫নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় শিবপুর মডেল থানার আয়োজনে উপজেলার নিনগাঁও বাজারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।

চক্রধা ইউনিয়নের বিট অফিসার এসআই আবদুল কাদির এর সঞ্চালনায় ও শিবপুর ম‌ডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালাহউদ্দিন মিয়ার সভাপতিত্বে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, চক্রধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেনুজির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল করিম খান, উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক মোশারফ হোসেন ভূইয়া, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক অহিদুজ্জামান অহিদ প্রমুখ।

সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় এলাকার শান্তি-শৃঙ্খলা বাজায় রাখতে ও অত্র ইউনিয়নের ওয়ারেন্ট ভূক্ত আসামি আত্মসমর্পণ করতে আলোচনা করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password